রফিকুল ইসলাম বাবু,॥
৯ বছরের শিশু জান্নাতের উপর নির্যাতনের ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানা থেকে ওমর ফারুক ও হাইমচর থানা থেকে মোস্তফা সরদারকে আটক করা হয়। শুক্রবার দুপুরে শিশু জাহানারার চিকিবৎসার জন্য জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন। পুরো শরীর ও মাথা ক্ষতবিক্ষত অবস্থায় শিশু জান্নাত বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঈদের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুরের হাইমচরে আসতে চাওয়ায় তার উপর নির্মম নির্যাতন করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির পক্ষে জনৈক শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যক্তি জয়দেবপুর থানায় ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি মনি বেগম এখনো পলাতক রয়েছে। পুলিশ জানায়, এক বছর আগে গাজীপুরের জয়দেবপুর থানায় জনৈক ওমর ফারুকের বাসায় কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে শিশু জাহানারা নির্যাতনের শিকার হয়ে আসছিল।