প্রতিনিধি==
হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে তাজল বেপারীর বাড়ির পেছনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত (২৮) যুবকের লাশ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ।
গতকাল ৩ নভেম্বর রোববার ভোর ৬টায় স্থানীয় লোকজন নদীর পাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে হাইমচর থানাকে খবর দেয়। থানার এএসআই প্রেমানন্দ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরে প্রেরণ করেন। যুবকের পরনে ছিলো জিন্স প্যান্ট, গায়ে ছিলো শার্ট, গলায় স্বর্ণের চেইন, হাতে ঘড়ি ও হাতের আঙ্গুলে স্বর্ণের আংটি ছিলো। লাশের নাকে মুখে রক্ত দেখে ধারণা করা হচ্ছে ভোর রাতের যে কোনো সময় অজ্ঞাত খুনিরা শ্বাসরোধ করে হত্যার পর নিরাপদ স্থান হিসেবে নদীর পাড়ে ফেলে যায়। ময়না তদন্তের পর মামলা করা হবে বলে সংবাদিকদের জানিয়েছেন এএসআই প্রেমানন্দ। উল্লেখ্য, ইতিপূর্বে হাইমচরের মেঘনার এ অঞ্চলে অজ্ঞাত বেশ ক’টি লাশ পাওয়া গেছে। এতে এলাকার জনগণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।