রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুরের হাইমচরে ট্রলারডুবির ঘটনায় সোমবার আরো তিন লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদী থেকে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে। এদের মধ্যে ৩ বছরের এক অজ্ঞাত শিশু, আহমদ উল্যা শিকদার (৪০) ও নাগরিস (২৭) রয়েছে। এর আগে রোববার ৩ শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়। এরা হলো : জামাল বেপারীর ছেলে ফাহিম (দেড় বছর), মোস্তফা মৃধার ছেলে মানিক (৪), সালাহউদ্দিনের স্ত্রী আলেয়া (২৬) ও মেয়ে স্বর্ণা (৮)।
গত মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি ঈশানবালার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মেঘনার মাঝ নদীতে ঘনকুয়াশায় ট্রলারটি একটি মালবাহি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে নদীতীরে উঠতে পারলেও ৯ যাত্রী নিখোঁজ থাকে।