সংবাদদাতা
হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের মোঃ গফুর মোল্লার বড় মেয়ে দু’ সন্তানের জননী মোসাম্মৎ শানু বেগম (২৩)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। শানু বেগমের পরিবারের অভিযোগ, একই এলাকার বখাটে মোঃ বিল্লাল মোল্লা শানু বেগমকে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে লুকিয়ে রেখেছে। এ নিয়ে হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-১৮, তারিখ ০১/১২/১৩। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডায়েরি সূত্রে জানা যায়, হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের মোঃ গফুর মোল্লার বড় মেয়ে শানু বেগমের সাথে চার বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। শানু বেগম ২৭/১০/১৩ তারিখে স্বামীর বাড়ি হতে পিতার বাড়ি বেড়াতে আসেন। ২৯/১০/১৩ তারিখ অনুমান বিকেল ৪টায় মার্কেটিং করার উদ্দেশ্যে আলগী বাজার সদরে আসেন শানু বেগম। তারপর হতে এক মাসেরও অধিক সময় পর্যনত্দ আত্মীয়স্বজনসহ সকলে বহু খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বিভিন্ন সূত্রে শানু বেগমের পরিবার জানতে পেরেছে, এলাকার বখাটে বিল্লাল মোল্লা দীর্ঘ দিন থেকে শানু বেগমকে উত্ত্যক্ত করে আসছিলো। অবশেষে বিয়ের মিথ্যা প্রলোভনে ফাঁদে ফেলে উপজেলা সদর আলগী বাজার হতে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে বখাটে বিলস্নাল। এ নিয়ে শানুর পরিবার বাড়াবাড়ি না করারও হুমকি দিয়েছে বখাটে বিল্লাল। নানাভাবে যোগাযোগ করে বোনকে ফেরৎ না পেয়ে গত ১ ডিসেম্বর তার ভাই দেলোয়ার হোসেন বোনের সন্ধান চেয়ে হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এলাকাবাসী জানায়, বিল্লাল মোল্লা এলাকার বখাটে হিসেবে চিহ্নিত। ইতিপূর্বেও সে অনেক মেয়ের সর্বনাশ করেছে। শানু বেগমেরও সংসার ভাঙ্গার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখেছে। শানু বেগমের সন্ধানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তার পরিবার ও স্বামীর পরিবার।