প্রতিনিধি
হাইমচরে কালবৈশাখীর ভয়াবহ বজ্রপাতে শাহনাজ (৬), পিতা বাবুল হাওলাদার, আবদুল মতিন (৫০), পিতা মৃত আঃ রাজ্জাক, মোঃ লিটন (১৭), পিতা সিরাজ মিয়া নিহত হয়েছেন। ৪ জন গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড় ৪নং নীলকমল ইউনিয়নের মধ্যচরের মাঝির বাজার চা দোকান সংলগ্ন।
নিহতদের পরিবারের সূত্রে জানা যায় গতকাল ৯ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫টায় গুড়ি গুড়ি বৃষ্টি দেখে লোকজন মাঝির বাজারে চায়ের দোকানে চা খেতে বসলে আকস্মিক বজ্রপাতে আহত ও নিহত হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত ডাক্তার ৩জনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন শাহআলম (১২), মোঃ অরজুন (১৩), মোঃ মোবারক হোসেন (১১), মোঃ রফিক (২৭)। বর্তমানে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে শাহআলম ও আফজল চিকিৎসাধীন আছেন। মোবারক ও রফিক চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। নিহতদের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী ইয়াছিন রতন ও পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান হাজী ইসহাক খোকন তাদের জিম্মায় নিয়ে নেন। এ দিকে আকস্মিক বজ্রপাতে ৩জন নিহত হওয়ায় মাঝির বাজারসহ হাইমচরের সর্বত্রে বইছে শোকের মাতম।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।