চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে মৎস্য আইনে আটক ৬ জেলেকে ২ হাজার টাকা করে ১২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
রাতে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ফোকাস মোহনাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১(৪-১০ এপ্রিল) উপলক্ষ্যে কোস্ট গার্ডের সাথে মৎস্য বিভাগ হাইমচর এর পরিচালিত অভিযানে ৬ জেলেকে আটক করা হয়। একই সাথে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১ টি ৩২ ঘোড়া ইঞ্জিন চালিত বোট, ২০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরো নলেবন, ১ মার্চ থেকে এ পর্যন্ত হাইমচর উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১৭১ জেলে আটক হয়। জাটকা রক্ষায় উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/