রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলার ৫৩ ঘন্টা পর সনাক্ত করেছে উদ্ধারকারী দল। চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক এস এ মাহফুজ উল আলম সজল বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ট্রলারটি সনাক্ত করা হয়। গত মঙ্গলবার সকালে হাইমচরের তেলির মোড় এলাকা থেকে ঈশানবাল যাবার সময় মেঘনা নদীর মাঝখানে একটি তেলবাহী ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ৪০জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ৪০জন সাঁতরিয়ে ও মাছধারের নৌকায় করে তীরে উঠে। ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে শিশু ও নারীসহ এখনো ৯জন নিখোঁজ রয়েছে। যদিও উদ্ধার হওয়া অন্যান্য যাত্রীরা দাবি করছে এখনো ২০জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছে।