হামইচর (চাঁদপুর)সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা লতিফ বেপারীর ছেলে মুনসুর বেপারীসহ আকষ্মিক ঝড়ের কবলে পরে গত ৪ এপ্রিল নদীতে ট্রলার ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় ৭ জন জেলে নিখোঁজ হয়।
ডুবন্ত ট্টলারে ৭ জন জেলের মধ্যে মুনসুর বেপারী ব্যাতিত অন্য ৬ জন জেলে প্রাণপণ প্রচেষ্টায় নদীর তীরে এসে তারা জীবন নিয়ে পিরে আসতে সক্ষম হন।
জীবিত জেলে ও স্থানীয় প্রতক্ষ্যদর্শীন জানান, ৫ এপ্রিল সোমবার বিকাল প্রায় সাড়ে ৪ টায় চাঁদপুর নৌ-ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা এসও মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে হাইমচর ফায়ার সার্ভিস-স্টেশন অফিসার অহিদুল ইসলামের প্রচেষ্টায় আকষ্মিক ঝড়ে নিখোঁজ হওয়া চাঁদপুর সদরের গোবিন্দিয়া গ্রামের লতিফ বেপারীর ছেলের অনুস্বন্ধান করতে যেয়ে হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ মুনসুর বেপারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত মুনসুর বেপারীর মৃতদেহ হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবর রহমান মোল্লা, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আঃ জলিল ও বায়েরচর নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মুনসুরের মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/