স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জের আলোচিত মাদক বিক্রেতা কাজলী অবশেষে থানা পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পূর্ব মকিমাবাদ গ্রামের চেঙ্গাবাড়ির সম্মুখ থেকে তাকে আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, থানার এএসআই শরীফুল ইসলাম প্রায় আড়াইশ’ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ির সম্মুখ থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন থানার এএসআই শরীফুল ইসলাম।
তবে আটক করার পর থেকেই মাদক স¤্রাজ্ঞী কাজলীকে থানা থেকে ছেড়ে নিতে বা ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যেতে তদবির চালিয়ে যাচ্ছেন স্থানীয় গুটি কয়েক ব্যক্তি। এতে নারাজ থানা পুলিশের কর্মকর্তারা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে মাদক স¤্রাজ্ঞী কাজল ও তার স্বামী হাবিবুর রহমান। তাদের এ সকল অবৈধ কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে যেতো। মাদক স¤্রাজ্ঞী কাজলী দম্পতির বিরুদ্ধে অবস্থান নেয়া এমনটিই করলো ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ও শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মোহনকে। সে তার বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২/৩টি মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলাগুলোর ঘানি টানছেন জাকির হোসেন মোহন।