হাজীগঞ্জের পশ্চিম বাজার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে অন্য ব্যক্তির টাকা উত্তোলনের অভিযোগে ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
ঘটনার বিবরণে ও বাদীর অভিযোগে জানা যায়, গত ২৬ মার্চ মতলব উপজেলা শ্রী বাইউ গ্রামের আলী আকবরের ছেলে মোঃ জাকির হোসেন মতলব থেকে হাজীগঞ্জে পশ্চিম বাজার দিয়ে পূর্ব বাজার আসার সময় পপুলার হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যায় কচুয়া উপজেলা কড়ই গ্রামের পাটওয়ারী বাড়ির আলী মুর্তজার পাটওয়ারীর ছেলে খাজা মাইনুদ্দিনসহ কয়েকজনে। সেখানে নিয়ে তারা মোঃ জাকির হেসেনের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা জাকির হোসেনের সাথে থাকা নগদ ১০ হাজার টাকা এবং সাথে থাকা ব্র্যাক ব্যাংকের এটিএম বুথের ক্রেডিট কার্ড জোর করে নিয়ে এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায় বলে জাকির হোসেন বলেন।
ঐদিন মোঃ জাকির হোসেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের কাছে ঘটনাটি বললে ম্যানেজার সাথে সাথে সিসি ক্যামেরা থেকে ছবি সংগ্রহ করে হাজীগঞ্জ থানাকে অবহিত করে। থানার পুলিশ খাজা মাইনুদ্দিনসহ তার সাথে থাকা লোকদেরকে ধরার জন্য নানা কৌশল অবলম্বন করেন। তারই ধারাবহিতায় গতকাল সকালে হাজীগঞ্জ থানার পুলিশ ও কচুয়া থানার পুলিশের সহযোগিতায় খাজা মাইনুদ্দিন আদরকে আটক করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আটককৃত খাজা মাইনুদ্দিন বলেন, ২৬ মার্চ মোঃ জাকির হোসেনকে পতিতাসহ হাজীগঞ্জ পশ্চিম বাজারে পপুলার হাসপাতালের পেছনে স্থানীয় লোকেরা আটক করে। আমি সেখানে যাই দিখি অনেক মানুষ। পরে স্থানীয় লোকেরা সিদ্ধান্ত দেয়া তাকে ঐ পতিতা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। কিন্তু মোঃ জাকির হোসেন বিয়ে না করে পতিতা মেয়েসহ কয়েকজনকে এক লাখ টাকা দিতে রাজি হয়। পরে সবার সম্মতিতে জাকির নগদ ১০ হাজার টাকা এবং আমাকে এটিএম বুথের ক্রেডিট কার্ড ও পিন নাম্বার দিয়ে বুথে পাঠায় টাকা উত্তোলনের জন্য। আমি গিয়ে বুখ থেকে টাকা উত্তোলন করি। এখন দেখি জাকির আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।
এব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, এটিএম বুথ থেকে টাকা অবৈধভাবে উত্তোলন করে দিয়ে গেছে বলেন, থানায় মামলা করা হয়েছে। আমরা অনেক চেষ্ঠা করে আসামী শণাক্ত করে গতকাল কচুয়া থেকে আটক করি। আটককৃত খাজা স্বীকার করেছে এটিএম বুথ থেকে সে টাকা উত্তোলন করেছে। এখন টাকা ফেরৎ দেয়ার জন্য তাকে বলা হয়েছে। টাকা না দিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।