চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চে অসামাজিক কার্যকলাপ রুখতে যাত্রীবাহি লঞ্চের কেবিনে তল্লাশি চালিয়ে ৩ জোড়া প্রেমিক-প্রেমিকা. পতিতা ও খদ্দেরকে আটক করেছে নৌ-পুলিশ।
গতকাল রাত ৯ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় যাত্রীবাহি ইমাম হাসান, মূয়ুর-৭ ও আব-এ-জম জম লঞ্চে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, যাত্রীবাহি এমভি আবে জম জম লঞ্চে ১১২ নং স্টাফ কেবিন থেকে অজ্ঞাত ৩০ বছর বয়সি এক তরুনীকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ ধরনের ঘটনা যাতে যাত্রীবাহি লঞ্চে আর না ঘটে ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। অসামাজিক কার্যকলাপ রুখতে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে নৌ-পুলিশ এই অভিযান চালিয়ে লঞ্চের কেবিনে তল্লাশি চালিয়ে ৩ জোড়া পতিতা ও খদ্দেরকে আটক করে।
এ সময় নৌ পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম, এএসআই জসিম, এএসআই মুনছুর ও এএসআই ইয়াকুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে ছিলেন। আটককৃতরা হলো শরিয়তপুরের মজিদ সরদারের ছেলে হিরু সরদারের সাথে বরিশাল স্বরুপকাঠির খালেকের মেয়ে সালমা (২০), মহামায়ার খোরশেদ আলমের ছেলে নাজমুল হোসেন রাব্বির সাথে হাজীগঞ্জের মলাপাড়ার মাইনুদ্দিন বেপারীর মেয়ে রুবি ওরফে রুপা, রামগঞ্জ লক্ষ্মীপুরের খিজির মিজির ছেলে জাফর (২৪)এর সাথে মতলব উত্তরের খাদিজা (১৮)।
আটকৃতদের পুলিশ দুপুরে ২৯০ ধারায় আদালতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, লঞ্চে অসামাজিক কার্যকলাপ রুখতে ও অপরাধ কমাতে পুলিশের অভিযান লঞ্চগুলোতে অভিযান অব্যহত থাকবে।