মিজান লিটন
আজ অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ৯জন ও ২জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
উপজেলার ১১টি ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী বিজয় লাভ করেনি। তবে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) গোলাম মোস্তফা স্বপন ঘোড়া প্রতিকে বিপুল ভোট পেয়ে বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল আওয়ামলীগ সমর্থিত প্রার্থী মো. আবু নছর পাটওয়ারী মিন্টু।
৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জা জলিলুর রহমান দুলাল বিপুল ভোটে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী।
আওয়ামীলীগ মনোনীত বিজয়ী ৯ চেয়ারম্যান হলেন
১নং রাজারগাঁও ইউনিয়নে আঃ হাদী (নৌকা), ২নং বাকিলা ইউনিয়নে মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী (নৌকা), ৩নং কালোচোঁ ইউনিয়নে মানিক হোসেন প্রধানিয়া (নৌকা), ৫নং সদর ইউনিয়নে সফিকুর রহমা ন(নৌকা), ৬নং বড়কুল ইউনিয়নে কবির হোসেন (নৌকা), ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নে মনির হোসেন গাজী (নৌকা), ৯নং গর্ন্ধবপুর ইউনিয়নে রফিকুল ইসলাম(নৌকা), ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নে গিয়াস উদ্দিন (নৌকা), ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন লিটু (নৌকা)।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।