সাখাওয়াত হোসেন (মিথুন) :
হাজীগঞ্জে বিভিন্ন ফাস্টফুড ও কনফেক্শনারিতে এনার্জি ড্রিংকসের নামে অবাধে বিক্রি করা হচ্ছে যৌন উত্তেজক সিরাপ বি-জিনসিন, মাশরুম, লিডার নামক নানা উত্তেজন পানিয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাবারের দোকানে এধরনের পন্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। নানা ইউনানী ও পানিয় কোম্পানীর প্রস্তুতকৃত এসব প্রোডাক্টে বিএসটিআই এর কোন অনুমোদন লাগে না বলে জানান স্থানীয় পরিবেশকরা। উদ্বেগের বিষয় একথা বললেও তারা কিন্তু খরিদদারদের পিছনে নিয়ে পেপার মূড়িয়ে গোপনে বিক্রয় করেন এসকল যৌন উত্তেজক সিরাপ নামক পানিয়। বর্তমানে যুবকরা ফাস্টফুডের দোকান থেকে কিনে মাত্রাতিরিক্ত সেবন করছে। যৌন উত্তজনা বাড়াতে এই পানিয় ব্যবহার করছে অবাধে কিশোর ও যুবকেরা। পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত এই সব পানিয় অতিরিক্ত সেবন করলে মাথায় স্থায়ী ভাবে যন্ত্রনা হয়, শরীর ঘামায়, চোখ লাল বর্ণ হয় সেবনকারীকে অস্থির করে তোলে যা মাদকের চেয়ে কোন অংশেই কম নয়। এদিকে সম্পূর্ণ অবৈধ ভাবেই হাজীগঞ্জের বিভিন্ন কনফেকশনারী ও ফাস্টফুডের দোকান গুলোতে এসব পানিয় অবাধে বিক্রি হচ্ছে। চীনের জিনসিন গাছের ছবি, ঘোড়ার ছবি ও বাঘের ছবি মাশরুমের ছবি, মনোগ্রাম করে বেনামী কোম্পানীর সিরাপ অবাধে দেশের বিভিন্ন স্থানে সাধারণ উপায়ে তৈরী হয়। নামধারী অসাদু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য এসব পানিয় যোগান ও বিক্রয় করে থাকেন। প্রশাসনের সজাগ দৃষ্টিতে এসব অবৈধ পানিয় বিক্রয় ও সেবন নিরূপন সম্বব, যার দ্রুত কার্যকরি ব্যবস্থা আসা করছেন সচেতন মহল ।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।