সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর):
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু কোন আইনের বলে হাজীগঞ্জ বাজারে চলাচলরত অটোরিকশা ও সিএনজি এবং বাস-ট্রাক থেকে ইজারার টাকা আদায় করে তা স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলামকে জানানোর জন্য বলা হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে বাজারের মধ্য থেকে বাসস্ট্যান্ড সরিয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডে স্থানান্ত্মরের নির্দেশ প্রদান করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টার রুমে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় এ সিদ্ধানন্তের কথা বলা হয়েছে। বাসস্ট্যান্ড সরানোর জন্য পৌর মেয়রকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি করার নিদের্শ দেয়া হয়েছে। এ কমিটি আগামী ১ মাসের মধ্যে বাসস্ট্যান্ডকে স্থানান্তরের ব্যাপারে সবার সাথে মতবিনিময় করে সিদ্ধান্ত গ্রহণ করবে। একই সাথে হাজীগঞ্জ পৌরসভা কোন আইনে বাজার ইজারা প্রদান করে বিভিন্ন অটোরিকশা এবং বাস-ট্রাক থেকে ইজারার নামে টাকা আদায় করে তা জানানোর নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাজারের মধ্যে লাঠি হাতে ইজারার টাকা তোলা নিয়ে বিভিন্ন লোক মোবাইল ফোনে ও সরাসরি স্থানীয় সংসদ সদস্যের নিকট এমন অভিযোগ করলে তিনি পৌরসভাকে এ নির্দেশ প্রদান করেন। হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আ. রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আল মানছুর কাঞ্চন, সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুন, মহিলা ভাইস্ চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর নিউজ সংবাদ