সাখাওয়াত হোসেন মিথুনঃ
গত সপ্তাহের তুলনায় লবন ও বিদেশি রসুনের দাম বেড়েছে। এছাড়া মাছ ও সবজির বাজারও চড়া। তবে গত সপ্তাহের চেয়ে রয়লার মুরগির দাম কমেছে কেজিপ্রতি ১৫ টাকা করে। গত সপ্তাহের তুলনায় রসুনের দাম বাড়তির দিকে। বাজারে দেখা গেছে, চায়নিজ রসুনের চাহিদা অনেক বেশি। কিন্তু দেশি রসুনের তেমন কোনো চাহিদা নেই। দেশি রসুনের দাম স্থিতিশীল থাকলেও চায়নিজ রসুনের দাম কেজিপ্রতি ১০ টাকা করে বেড়েছে। কেজিপ্রতি চায়নিজ রসুন ১১০ টাকা থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে দেশি রসুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। অপরদিকে বাজারে বাড়তি দামে প্যাকেটজাত চিকন লবন কেজিপ্রতি ৩০ টাকা ও মোটা লবন ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারের বিক্রেতারা অভিযোগ, পর্যাপ্ত পরিমানে এসিআই, কনফিডেন্স ও মোল্লা সল্ট কোম্পানে বাজারে লবন দিচ্ছে না। ডিলাররা কৃত্রিম সংকট সৃস্টি করছেন বাজারে। এছাড়া গত সপ্তাহের ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা কেজির ব্রয়লার মুরগি এখন কাঁচাবাজারে বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৫৫ টাকায়। আর প্রতিটি ৮০০ গ্রাম দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা দরে। অপরদিকে পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা থেকে ২৮০ টাকা। সবজির বাজারের আগুন যেন লেগেই আছে। প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, মূলা ৫০ টাকা, বেগুন ৫৬ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৭০ টাকা, মরিচ ৭০ টাকা থেকে ৮০ টাকা, টমেটো ৭০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পটল ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা এবং চিচিঙ্গা ৩০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। আলু কেজিপ্রতি ২৪ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে গত সপ্তাহের চেয়ে দাম কমে বিক্রি হচ্ছে শসা, যার মূল্য প্রতি কেজি ৫০ টাকা। মাছের বাজারও চড়া। বিক্রেতাদের মতে, ইলিশ মাছ ধরা শুরু না হওয়া পর্যন্ত মাছ বাড়তি দামে বিক্রি হবে। কেজিপ্রতি বড় সাইজের কাতলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা থেকে ১৫০ টাকা এবং বড় সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। তবে ডালের দাম স্থিতিশীল আছে। দেশি মসুর ডাল কেজিপ্রতি ১২৫ টাকা থেকে ১৩০ টাকা ও মোটা ভারতীয় মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে। কেজিপ্রতি বুট ১১০ টাকা, মুগ ১২০ টাকা, ছোলা ৮০ টাকা থেকে ৮৫ টাকা ও খেসারির ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। চিনি কেজিপ্রতি ২ টাকা থেকে ৩ টাকা কমে এখন বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫২ টাকা। কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৩২ টাকায় ও ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৩০০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারে ৩২০ টাকা থেকে ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ডিমের হালি দেশি মুরগির ডিম ৪৫ টাকা, হাঁসের ডিম ৪২ টাকা, সাদা ডিম ৪০ টাকা ও লাল ডিমের হালি ৪২ টাকা। তবে বাজারভেদে ডিমের দামে তারতম্য লক্ষ করা গেছে ।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।