স্টাফ রিপোর্টার: ঃ
হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ আশ্রম ভোট কেন্দ্র থেকে উট প্রতীকের সীল মারা সহ অন্যান্য প্রতীকের সীল মারা দুই শতাধিকেরও বেশি ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উট প্রতীকের প্রার্থী মোতালেব মজুমদারের সমর্থকরা ব্যালট পেপারসহ একটি সীল পুলিশের কাছে তুলে দিয়েছেন। ওইসময় নৌকা প্রতীকের ১০/১২ টি ব্যালট পেপারও পাওয়া গেছে।
৬০ উর্ধ্ব বয়সী রজ্জবী বেগম বলেন, খালি বোতল খুজতে এসে এই ভোট কেন্দ্রে উট প্রতীকের ব্যালট পেপার পড়ে থাকতে দেখি। পরে পার্শবর্তী লোকজনকে বিষয়টি জানানো হয়।
পরাজিত কাউন্সিলর মোতালেব মজুমদারের সমর্থক গাজী মো. শরীফ বলেন, ষড়যন্ত্র করে উট প্রতীকের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। এটাই তার প্রমাণ। আমরা কাউন্সিলর পদে এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আহবান জানাই।
উটপাখির এজেন্ট প্রবীর সাহা ফটিক বলেন, প্রতিপক্ষ রিটন চন্দ্র সাহা লিটন ও তার দলবল আমাদের কেন্দ্রের ভিতরে হুমকি দিয়েছিল।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মমতাজ-দৌল-দানা বলেন, ভোটের হিসেব সঠিক ভাবে নির্বাচন অফিসে রাতেই জমা দিয়েছি।
পরাজিত কাউন্সিলর প্রার্থী মোতালেব মজুমদার বলেন, ব্যালেট পেপার উদ্ধার হওয়ার বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।
হাজীগঞ্জ থানা ওসি শাহ আলম জানান, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপার গুলো উদ্ধার করে নিয়ে আছি। এর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনারের।
জেলা নির্বাচন কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌরসভার রিটার্নীং কর্মকর্তা আতাউর রহমান মুঠোফোনে বলেন, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোটের সঠিক হিসেব রয়েছে। উদ্ধার হওয়া ব্যালেট পেপার যাচাই-বাছাই করা হবে। যদিও ঘটনা সত্যি হয়, তাহলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।