স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের গৃহবধু শাহিনা আক্তার পপি (১৯)হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ। পপির পরিবার দাবী করে বলেন, পপিকে নির্যাতন করে আহত অবস্থায় মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে।
গৃহবধু পপি বাখরপাড়া মো. করিমের স্ত্রী। সে একই ইউনিয়নের গোগরা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। ছয়মাস পূর্বে তাদের বিবাহ হয়।
স্বামী মো. করিম বলেন, ‘আমার সাথে কোন অভিমান ছিল না। সে বাড়ীতে বিষপান করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’থানার উপ-পরিদর্শক শাহেদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় গৃহবধু পপি বিষপান করেছে বলে দাবী পরিবারের। সে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একাটি অপমৃত্যুর মামলা হয়েছে।