প্রতিনিধি
হাজীগঞ্জে চলন্ত বাস থেকে এক কলেজ ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাসটির হেলপার। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার নাম ইয়াসিন আরাফাত (১৭)। সে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া ব্রিজের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।
প্রতিবাদে কলেজের ছাত্র ও স্থানীয় জনতা ওই সড়ক অবরোধ করে বেশ ক�টি যানবাহন ভাংচুর করে। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের উদ্দেশ্যে সোনাইমুড়ি বাস স্ট্যান্ড থেকে বৈশাখী পরিবহনের একটি বাসে উঠেছিল ইয়াসিন। সে কলেজে যাওয়ার পথ মুন্সি বাড়ি গেটে তাকে নামিয়ে দিতে হেলপারকে অনুরোধ করে। কিন্তু হেলপার ওই স্থানে নামাতে পারবে না বললে উভয়ের মাঝে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। খবর পেয়ে ছাত্র ও এলাকার লোকজন সড়কটি অবরোধ করে বেশ ক�টি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর হাজীগঞ্জ থানা পুলিশসহ বাস মালিক সমিতির লোকজন কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে বিষয়টির মীমাংসায় বৈঠক বসেন।