সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে চিকিৎসার নামে তিয়ানশি কোম্পানির লাগামহীন প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সকল প্রকার রোগ নিরাময়ের মিথ্যা প্রলোভন দেন তারা। চীনভিত্তিক তিয়ানশি কোম্পানির ঔষধ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে শারীরিক জটিলতা বেড়েছে। অথচ ফুড সাপ্লিমেন্টারির নামে চিকিৎসায় ব্যবহৃত এসব সামগ্রীর নেই সরকারের ওষুধ প্রশাসন, খাদ্য বিভাগ কিংবা বিএসটিআইয়ের কোনো প্রকার অনুমোদন। চিকিৎসা ক্ষেত্রে ওষুধ ও ফুড সাপ্লিমেন্টারি ব্যবহারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদিত চিকিৎসক কর্তৃক ব্যবস্থাপত্র প্রদানের আইন রয়েছে। অথচ স্বাস্থ্য ঝুঁকির চিন্তা না করে মনগড়া ব্যবস্থাপত্র দিচ্ছেন তিয়ানশির সঙ্গে সংশ্লিষ্ট এমন সব অর্ধশিক্ষিত ব্যক্তি যাদের চিকিৎসা সংক্রান্ত কোনো ধারণাই নেই। এভাবে দিনের পর দিন ভুয়া চিকিৎসক কর্তৃক প্রদত্ত বেআইনি ফুড সাপ্লিমেন্টারি চড়া দামে কিনে ব্যবহার করে শত শত মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়লেও প্রশাসনের নির্বিকার ভূমিকায় চরম ক্ষুব্ধ সাধারণ জনগণ।
গোপন সূত্রে জানা যায়, বিভিন্ন কৌশলে সকাল থেকে গভীর রাত অবধি এখানে চলে রোগী দেখা, ওষুধ বিক্রি, সদস্যদের মোটিভেশনসহ যাবতীয় কার্যক্রম। তিয়ানশির এ ধরনের ওষুধ সামগ্রী বিক্রির কোনো অনুমতি নেই। সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা ও প্রতারণার মাধ্যমেই এ কার্যক্রম চলছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।