হাজীগঞ্জ সংবাদদাতা :চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের সিয়াচুল হাছান নামের ছয় বছরের একটি ছেলেকে গত বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রাম থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।সিয়াচুলের পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে সিয়াচুল পাশের বাড়ির এক ছেলের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে দুই যুবক মোটরসাইকেলে এসে সিয়াচুলকে অপহরণ করেন।
সিয়াচুলের বাবা উপজেলার গন্ধব্যপুর (দ.) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের অভিযোগ, স্থানীয় দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল কবির ও কলেজের শিক্ষার্থী মো. রাসেদ খান এ ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপনে অধ্যক্ষ পদে নিয়োগ লাভের অভিযোগ এনে ২৭ মে গিয়াস উদ্দিন দলবল নিয়ে দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুলকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় ওই রাতে গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগের নয়জন নেতা-কর্মীকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামালা করা হয়। এই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। অধ্যক্ষ আজহারুল বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলন কর্মসূচি নস্যাতের উদ্দেশে গিয়াস তাঁর ছেলে অপহরণের নাটক সাজিয়ে থাকতে পারেন।
শিরোনাম:
রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৬ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।