সাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। কুরবানির পশুর দাম গত বছরের তুলনা মূলক হারে বৃদ্ধি পেয়েছে।
কুরবানির ঈদকে সামনে রেখে হাজীগঞ্জের বিভিন্ন হাট বাজারে গরু ও ছাগল সমাহার দেখা যাচ্ছে। উপজেলার স্থায়ী বেলচোঁ বাজার, বাকিলা বাজার, রাজারগাঁও বাজার, সুহিলপুর বাজার, রামপুর বাজার, টেকের বাজার এবং হাজীগঞ্জ বাজারে প্রচুর পরিমাণে কুরবানির পশু এসেছে। ব্যবসায়ীরা জানান, সাতক্ষীরা, ফরিদপুর ও বেনাপোল ছাড়াও একাধিক পথে ভারত থেকে কুরবানির পশু আসছে। কুরবানির পশুর মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামনে আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কিন্তু ভারতীয় প্রচুর পরিমানে আসায় দেশীয় গরু বিক্রয়কারীরা ন্যর্য্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। গরু ব্যবসায়ীরা জানায়, সীমান্ত থেকে হাজীগঞ্জে পৌঁছতে প্রতি ট্রাকের ভাড়া দিতে হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। ব্যবসায়ী আব্দুল হাদি গোপরান বলেন, কুরবানির পশুর দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতিটিতে দিনে ৩ থেকে ৪ হাজার টাকা বেড়ে গেছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কুরবানির পশু এনে বিভিন্ন স্থানে বিক্রি করতে দেখা যাচ্ছে। কোরবানীর পশু হাটে স্থানীয় ক্রেতাদের উৎসব মুখর পরিবেশে গরু কিনতে দেখা যায়।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।