প্রতিনিধি
গতকাল রোববার রাত ৮টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৯নং কংগাইশ এলাকায় ট্রেনে কাটা পড়ে রাসেল নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাসেল উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের ছৈয়াল বাড়ির হাবীবুর রহমানের ছেলে।
নিহতের পকেটে থাকা একটি চিরকুটের সূত্রে জানা যায়, সে তার এলাকার দেশগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে লাকসামগামী ড্যেমু ট্রেনের নিচে পড়ে সে কাটা পড়ে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।