জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতে হাজীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আওয়ামী লীগের দু�টি দলীয় কার্যালয়। এর মধ্যে একটি উপজেলার রাজারগাঁও ও অপরটি ৭নং বড়কুল ইউনিয়নের দলীয় কার্যালয়। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ঘটনাকে জামায়াত-শিবিরের কাণ্ড বলে দাবি করেছেন।
রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী জানান, ১২ ডিসেম্বর রাত প্রায় দেড়টার দিকে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অনেক আসবাবপত্র পুড়ে যায়। তবে বাজারের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে বলে চেয়ারম্যান জানান।
অপরদিকে ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস জানান, জাকনি গ্রামে ওয়ার্ড অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত কর্মীরা। উভয় ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন চাঁদপুর কণ্ঠকে জানান, আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়া ছাড়াও উপজেলার চেঙ্গাতলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত এক কর্মীর বেকারীতে আগুন দেয় জামায়াত-শিবিরের লোকেরা। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছি।