নেশা মিশ্রিত খাবার খেয়ে শিশু বৃদ্ধসহ একই পরিবারের ৪ জন অসুস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের মোল্লা বাড়িতে।
অসুস্থদের স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে আবদুল কুদ্দুস মোল্লা (৮০), তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০), পুত্রবধূ ফারজানা আক্তার (২০) ও মেয়ের ঘরের নাতনী শ্রাবন্তী (১০) তারা সবাই ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১২ টার সময় তাদের স্বজনরা বিদেশ থেকে একাধিকবার মোবাইলে কল দিলে তা রিসিভ না হওয়ায় তারা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। পরে বাড়ির অন্যান্য লোকজন ঘরে ঢুকে বুঝতে পারেন তারা সবাই অচেতন হয়ে আছে। স্বজনরা তাদেরকে রাত দুইটার দিকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দু’জন হাসপাতালে ভর্তি থাকলেও গতকাল সকালে আবদুল কুদ্দুস মোল্লা ও তার নাতনী শ্রাবন্তী আক্তারকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্বজনরা আরো জানান, ঘটনার দিন সন্ধ্যায় রাতের খাবার রান্না করে তা রান্না ঘরেই রেখে দেয়। রাতে খাবার পর তাদের এই অসুস্থতায় ধারণা করা হচ্ছে হয়তোবা খাবারের সাথে নেশা জাতীয় কিছু মিশ্রিত ছিলো।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।