স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় পুকুরে ডুবে ১৮ মাস বয়সী শিশু উম্মে হাবিবা’, সড়ক দুঘটনায় শাহিদুল ইসলাম(৮) ও তাহিম (৭) নামে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দক্ষিণ বলাখাল আবদুল গনি সর্দার বাড়ীর পুকুরে ও চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সকাল ১১টায় ও দুপুর ১টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ীর সবার অগোচরে শিশুটি পুকুরে ডুবে যায়। পরে শিশুর মৃতদেহ পুকুরে ভেসে উঠে।
তার বাবা রবিউল ইসলাম একজন রাজমিস্ত্রি। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে মা-বাবাসহ শিশুটির পরিবার শোকে বিহ্বল।
ওয়ার্ড কাউন্সিলর হোসেন মো. জামান পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া সকাল ১১টায় আল-কাউসার স্কুলের ২য় শ্রেনীর ছাত্র মো:তাহিম স্কুল ছুটির পর রাস্তা পাড়া পাড়ের সময় বোগদাদ বাসের নীচে পিস্ট হয়ে মারা যায়। সে হাজিগঞ্জ শ্রীপুর গ্রামের মো:ইব্রাহিম হোসেন তপাদারের ছেলে।
অপর দিকে দুপুর ১টায় শাহিদুল ইসলাম রাস্তা পাড় হওয়ার সময় হাজিগঞ্জ ধেররা বিল ওয়াই নামক স্থারন একটি কাভার ভ্যানের নিচে পড়ে পিস্ট হয়ে মারা যায়। সে ৫নং ওয়াডের আতুরিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার পিতার নাম মো: হারুন-অর –রশিদ
সড়ক দুঘটনায় ২শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন.হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহআলম এল এল বি।