প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামে চাষ করা পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে লৰাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুষ্কৃতকারীরা।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম খান তার বাড়ির দৰিণ পাশের পুকুরে বাণিজ্যিকভাবে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করেন। গত ২৪ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে লৰাধিক টাকার রুই, কাতল, সিলভার কার্প ও দেশীয় প্রজাতির মাছসহ পুকুরে থাকা সাপ, কচ্ছপ ও পোকা মাকড় মেরে ফেলে। জানা যায়, প্রতিদিনের ন্যায় পুকুরে চাষকৃত মাছ দেখতে তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরে সমসত্দ মাছ পানির উপরে ভাসমান অবস্থায়। তখন তার আর্তচিৎকারে আশপাশের মানুষ এসে বিষয়টি দেখে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ অপকর্ম কারা করেছে তা জানি না। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। কেননা আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে হুমকি-ধমকি ও অর্থ ধ্বংসের পাঁয়তারা করে আসছে।