চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামী জাকির হোসেনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
৬ই ফেব্রুয়ারী রোবরার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল। ওই সময় স্থানীয়রা আটককৃত জাকির হোসেনকে জনৈক মৃত ব্যাক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ার দাবী জানান। সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়দের কয়েকজনকে নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় আসামী জাকির হোসেন। জাকির হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শীঘ্রই আসামী জাকির হোসেনসহ তাকে ছিনিয়ে নেয়া ব্যাক্তিদের গ্রেফতার করা হবে। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে হাতকড়া উদ্ধার হয়েছে।