রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের হাজীগঞ্জে শনিবার সন্ধ্যায় পুলিশ বিএনপি সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনা সংঘর্ষস্থল থেকে পুলিশ ৭জনকে আটক করেছে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শনিবার বিকেলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা যুবদল। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশের শেষ পর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশকে লক্ষ্য করে কে বা কারা বেশ কয়েকটি ইট ছুঁড়লে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এরে পরেই বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেপরোয়াভাবে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার সেল ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে গেলে বিএনপির নেকাকর্মীরা রামগঞ্জ সড়কের দিকে চলে। এদিকে এ ঘটনার রেশ শেষ না হতেই কিছু সময় পরেই ছাত্রদল ও যুবদলের একাংশ হাজীগঞ্জ বাজারের উপর দিয়ে চলে যাওয়া চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহসড়কের উপর ব্যানার ফ্লেষ্টুন জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় এই সড়কের উভয়পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে অনেক সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস, টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অবরোধকারীদের ছোঁড়া ইটের আঘাতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অরুন ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদেরেকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় পুলিশ সংঘর্ষস্থল থেকে বিএনপি ও সহযোগী সংগঠেেনর ৭ নেতাকর্মীকে আটক করেছে বলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানিয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হবে বলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জানিয়েছেন।