সাখাওয়াত হোসেন মিথুন :
পাইকারি বাজারে পেঁয়াজের দাম দু’সপ্তাহ ধরে কমলেও খুচরা বাজারে এর কোন প্রভাব নেই। বরং আগের চেয়ে চড়া দামেই বিক্রি হচ্ছে। বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে দামের ব্যবধান ১০ টাকা। হাজীগঞ্জে পাইকারি বাজার সূত্র জানায়, দু’সপ্তাহ ধরে পাইকারি বাজারে তুলনামূলক কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারিতে মানভেদে প্রতিকেজি দেশী পেঁয়াজ গড়ে ২০-২৫ ও আমদানি করা পেঁয়াজ ১৬-১৮ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরায় প্রতিকেজি দেশী পেঁয়াজ ৩২-৩৫ ও আমদানি করা পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসেবে পাইকারি বাজারের চেয়ে খুচরায় কেজিতে দামের ব্যবধান ১০ টাকা বা ৫০ শতাংশের বেশি তবে খুচরা বাজারে দামের কোন পরিবর্তন নেই। খুচরা ব্যবসায়ীদের বাড়তি মুনাফার কারণে ভোক্তাদের চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আড়তদার সোহেল রহমান জানান, আমদানি থেকে পাইকারিতে আড়তের কমিশন বাদে কেজিতে এক টাকার বেশি লাভ হয় না। কিন্তু পাইকারি বাজারের চেয়ে অনেক বেশি মুনাফা করেন খুচরা ব্যবসায়ীরা। পাইকারিতে সরবরাহ বেশি হলে অনেক সময় লোকসান দিয়ে বিক্রি করতে হয় বলে দাবি করেন তিনি। হাজীগঞ্জে পেঁয়াজের দাম পাইকারিতে কমলেও খুচরা বাজারে বেশি।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।