স্টাফ রিপোর্টার:জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ভূট্রোকে রবিবার রাতে মাদক মামলায় আটক করা হয়েছে। রাতেই তাকে চাঁদপুর সদর থানায় প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল হাজীগঞ্জ থানার একটি শালিস বৈঠক থেকে তাকে আটক করে।
তিনি জানান, তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় ২০১৪ সালের একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। নিয়মিত আদালতে হাজিরা না দেয়ায় শাহরাস্তি থানার মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলা নং- ১৪, তাং ২৫/০১/২০১৪।
নব-নির্বাচিত এই কাউন্সিলর খোরশেদ আলম ভূট্টোর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় ও মাদক সেবনের দায়ে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম।