চাঁদপুর শহরের পুরাণবাজারে ৩ মাদক ব্যবসায়ীর ক্রয়কৃত ফেন্সিডিল হাজীগঞ্জে সিএনজি স্কুটারসহ ফেন্সিডিল আটক হওয়া নাটক করে পুলিশের নাম বিক্রি করে চাঁদাবাজী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের নাম উল্লেখ করে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর শহরের পুরাণবাজারের মাদক ব্যবসায়ী বিল্লাল ও তার সহযোগী জনৈক দু’ মাদক ব্যবসায়ী হাজীগঞ্জের দক্ষিণ মকিমাবাদ ৫নং ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ির মাদকের ডিলার মোস্তফা কামালের কাছ থেকে ৩২০ বোতল ফেন্সিডিল ক্রয় করে। গত ১৫ ডিসেম্বর রোববার রাতে সিএনজি স্কুটারযোগে তাদের ক্রয়কৃত ফেন্সিডিলসহ মোস্তফা কামাল চাঁদপুরে নিয়ে আসার কথা বলে নগদ টাকা পূর্বে নিয়ে নেয়। ঘটনার দিন রাতে ফেন্সিডিলসহ সিএনজি হাজীগঞ্জ থানার এএসআই হাবিব আটক করেছে বলে মোস্তফা কামাল ফেন্সিডিলের মালিক বিল্লালকে মুঠোফোনে অবহিত করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিল্লাল ও তার দু’ সহযোগী মোস্তফার ব্যবহ্নত মোবাইল- ০১৮১৮১৬৭৬১০ নাম্বারে ফোন করলে জনৈক ব্যক্তি হাজীগঞ্জ থানার এএসআই হাবিব পরিচয় দিয়ে বলে মোস্তফা ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদপুরের মাদক ব্যবসায়ী ও তার সহযোগী বিল্লাল হাজীগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের ঘটনাটি জানালে তারা এএসআই হাবিবকে ফোন করে আটকের বিষয়টি জানতে চায়। হাজীগঞ্জ থানার এএসআই হাবিব ঘটনার দিন ও সময়ে ওসির নির্দেশে নির্বাচন অফিসে দায়িত্বরত ছিলেন।
ঘটনা সম্পর্কে মোটেও তিনি অবগত নন। চাঁদপুরের মাদক ব্যবসায়ীদের ফেন্সিডিল আত্মসাৎ করার জন্য হাজিগঞ্জে মাদকের ডিলার মোস্তফা কামাল ও তার সহযোগীরা পুলিশের নাম বিক্রি করে সিএনজিসহ ফেন্সিডিল আটকের নাটক ও চাঁদাবাজি করে। এঘটনা হাজীগঞ্জ থানার এএসআই হাবিব অভিযুক্তদের বিরুদ্বে একটি সাধারণ ডায়েরী করে।
সূত্র জানায়, হাজীগঞ্জের মাদকের ডিলার মোস্তফা কামাল কুমিল্লা সীমান্ত থেকে ফেন্সিডিল, ইয়াবা এনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। চাঁদপুর পুরাণবাজারে বিল্লাল ৩২০ বোতল ফেন্সিডিল তার কাছ থেকে ক্রয় করে। মোস্তফা কামাল ৫০০ বোতল ফেন্সিডিল দেয়ার নাম করে পূর্বেই তাদের কাছ থেকে টাকা নিয়ে এই আটকের নাটক করে। ঘটনার পর থেকে মোস্তফার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এদিকে পুরাণবাজারের বিল্লালের ছোট ভাই মনিরকে গত কয়েকমাস পূর্বে পুরাণবাজার ফাঁড়ি ইনচার্জ কিবরিয়া লোহারপুল এলাকা থেকে ২৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। বেশ কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে দু’ ভাইসহ পুনরায় ফেন্সিডিল ব্যবসা শুরু করে। সচেতন মহল মনে করেন, এসব মাদক ব্যবসায়ীদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করলে অনেকাংশে কমে যাবে মাদকের সরবরাহ।
শিরোনাম:
বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।