প্রতিনিধি ==
১৮ দলীয় জোটের ডাকা চলমান ৭২ ঘন্টার রেল-সড়ক ও নৌপথ অবরোধের প্রথম দিনে হাজীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের পথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে বিএনপি’র ৩ নেতাকর্মী আহত হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জ যাওয়ার পথে টোড়াগড় আহমদিয়া জুট মিলের নিকট বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইট পাটকেলের আঘাতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জ যাওয়ার পথে টোরাগড় আহমদিয়া জুট মিলের নিকট বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইট পাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ প্রথমে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। তখন বিএনপি’র নেতাকর্মীরা আরো মারমুখী হয়ে উঠলে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের সময় বিএনপির রাজন (৩১), মিন্টু (২৯) ও জাকির হোসেন (২৮) আহত হয়।
হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানায়, সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জ যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা আমাদের গাড়ীর উপর হামলা চালালে আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও গুলি করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বলে সংবাদ লেখা পর্যন্ত জানা যায়।