হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আলী আজগর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আলী আজগর পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণপাড়ার কাশেম কাউন্সিলর বাড়ির মৃত আবু সাঈদের ছোট ছেলে। তার স্ত্রী সন্তান সম্ভবা ও হাফসা নামের এক কন্যা সন্তানের জনক।
নিহতের নিকট আত্মীয় নাছির উদ্দিন জানান, কিছুদিন পূর্বে আলী আজগর ওমান থেকে দেশে ফিরেছেন। আলী আজগর তার চাচাতো ভাইয়ের মেয়ের নির্মাণাধীন ঐ ভবনের তদারকি করতেন। শনিবার সকালে ঐ ভবনে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি চাঁদপুর কণ্ঠকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।