প্রতিনিধি
হাজীগঞ্জে সাংবাদিক পরিচয় দেয়ায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম।
রোববার দুপুরে হাজীগঞ্জ পাইলট হাই ষ্কুল এন্ড কলেজে জেএসসি পরীক্ষা চলাকালীন এ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে থানা পুলিশ।
আটক ভুয়া সাংবাদিক উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন নোহাটা গ্রামের মূত আনোয়ার হোসেনের ছেলে মোঃ আল এবায়েদুল্লাহ (৩১) ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম ও অধ্যক্ষ আবু ছাঈদকে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে কর্মকর্তারা বিব্রতবোধ করেন। এক পর্যায় ইউএনও এবং অধ্যক্ষ ভুয়া সাংবাদিককে প্রশ্ন করলে বিভিন্ন পত্রিকায় নাম বললে সন্দেহ জাগে। তখন তার পত্রিকার পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় ভুয়া সাংবাদিক প্রমাণিত হয়। বিকেলে উপজেলা কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে আইডি কার্ড বা অনুমোদন কার্ড ব্যতীত প্রবেশ করায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হলো।