সাখাওয়াত হোসেন শামীম :
দেশের সুনামধন্য পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ কলেজ হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের একটি টিন সেট ভবনের কয়েক ইঞ্চি উপর দিয়ে ঝূলন্ত অবস্থায় রয়েছে কভার বিহিনী বিদুৎ লাইন। এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আসংখ্যা করছেন কলেজের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মডেল ইউনিভার্সিটি কলেজের দক্ষিণ পার্শ্বের ৬ রুম বিশিষ্ট একটি টিন সেট ভবন। এই ভবনের অতি নিকট উপর দিয়ে চাঁদপুর পল্লী বিদ্যু সমিতির ১১ হাজার বোল্ডের বিদ্যুৎ লাইন ঝুলন্ত অবস্থায় রয়েছে। এমনকি এ ১১ হাজার বোল্ডের একটি তার টিন সেট ভবনের চালের উপর পড়ে আছে। এ অবস্থায় দেখে কলেজের অধ্যায়ন রত ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছাত্র-ছাত্রীরা জানায় এ ভবনে প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রীরা পাঠদান নেয়। দূর্ঘটনা হলে হয়তোবা দেড় হাজার ছাত্র-ছাত্রী মৃত দেহ বের করতে হবে।
এ বিষয়ে হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী জানায়, গত ৯ মে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাহা পরিচালকের কাছে একটি অভিযোগ দেয়া হয়। অভিযোগে বলা আছে কলেজের ব্যবসা শাখার টিন সেট ভবনের উপরে ১১ হাজার ভোল্ডের লাইনটি ছালের অতি নিকটে ঝূলন্ত অবস্থায় আছে তা অত্যান্ত ঝুকিপূর্ন। তিনি আরো বলেন, বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য অভিযোগ দেওয়ার পরও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সাড়া দেয়নি। তাই ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষক মন্ডলী বিদ্যুৎ লাইন অন্যস্থানে স্থানান্তর করে ছাত্র-ছাত্রীদের জীবন রক্ষার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
চাঁদপুর নিউজ সংবাদ