শাখাওয়াত হোসেন শামীম হাজীগঞ্জ(চাঁদপুর)সংবাদদাতা
হাজীগঞ্জে মডেল কলেজে সহপাটিকে ব্লেড দিয়ে গলায় ও দুই হাত কর্তন করার ঘটনা ঘটে। এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ কলেজের ব্যবসা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র মারুফ নামের এক ছাত্রকে আটক করে।
গত মঙ্গলবার ৬ অক্টোবর রাতে কলেজের বি-বস্নকের হোস্টেলে এ সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষের ঘটনায় আহত ওই কলেজের ব্যবসা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াদ হাজীগঞ্জ শুকরান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিবরণীতে জানা গেছে, একটি মোবাইল ও প্রেম গঠিত বিষয় নিয়ে দুই বন্ধুর মাঝে হট্রোগোল সৃষ্টি হয়। এতে হাতের নাগালে থাকা বস্ন্যাড দিয়ে রিয়াদের গলায় ও দুই হাতে আঘাত করে মারম্নফ। পরে হোস্টেলে থাকা অন্যান্য ছাত্ররা রিয়াদকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করায়।
খবর পেয়ে থানা পুলিশের এস আই জাহেদ ঘটনাস্থলে যায়। পরে তলস্নাশী চালিয়ে হাজীগঞ্জ বাজারের মা-বাবা থাকা ভাড়াটিয়া বাসা থেকে মারম্নফকে আটক করে পুলিশ।
এদিকে হাসপাতালে চিকিৎসারত মারম্নফ লিখিত বক্তব্যে জানায়, তাঁর অনুপস্থিতিতে মারম্নফ কÿে ঢুকে একটি মোবাইল খুঁজে। এবং মেঝেতে থাকা ২ হাজার টাকা নিয়ে যায়। একটি প্রেমের ও মোবাইল নিয়েই মারম্নফের সাথে হট্রোগোল হয়।
আটককৃত মারম্নফ ঘটনা স্বীকার করে জানায়, ‘রাগের মাথা আমি বন্ধুকে আঘাত করেছি’।
রিয়াদের মা জানায়, মারম্নফ আর রিয়াদ ঘনিষ্ঠ বন্ধু। দুই দিন আগেও মারম্নফ আমার বাড়িতে গিয়েছিল। কেমন করে এ ঘটনাটি ঘটল বুজতে পারছিনা।
মারম্নফের বাবা জানায়, আমার ছেলে অপরাধ করেছে এটা সত্য। তবে একমাত্র ছেলে আসন্ন এইচ এসসি পরীÿা যেন দিতে পারে, সে জন্য ÿমা দৃষ্ট্রিতে সকলের সহযোগিতা কামনা করছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনায় জড়িত ছাত্রকে আটক করেছি। আহত রিয়াদের পরিবারের পÿ থেকে অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনার পর পরই কলেজের শিÿকরা আহত রিয়াদকে হাসপাতালে দেখতে আসেন।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।