শওকত আলী=
জেলার হাজীগঞ্জ উপজেলায় একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনায় ইসমাইল হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারের শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর আখড়া মন্দিরে এই ঘটনা ঘটে।
আটক যুবক কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের হাজী আবদুল করিম বেপারীর ছেলে।
থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল হক বলেন, মন্দিরে প্রবেশ করে ২টি প্রতিমা ভেঙ্গে ফেলায় মন্দিরের লোকজন ইসমাইলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
মন্দিরের সেফায়াত (কর্মরত) স্বপন চক্রবর্তী জানান, হঠাৎ করে মন্দিরে ঢুকে যুবকটি রাধা গোবিন্দের দুইটি প্রতিমা ভেঙ্গে ফেলে। তাকে বাঁধা দিলে সে আমাকে আঘাত করে।
এ ব্যাপারে মন্দিরের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, প্রতিমা দুইটির হাত ও মাথা ভেঙ্গে ফেলেছে।
এদিকে আটক ইসমাইল হোসেনের ভাই হাফেজ মাওলানা মাসুদুর রহমান দাবী করে বলেন, তার ভাই শীত আসলে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত তিনদিন ধরে নিখোঁজ। মানুষিক চিকিৎসার একাধিক ব্যবস্থাপত্র রয়েছে।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, মামলার প্রেক্ষিতে শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। মানুষিক রোগীর বিষয়টি আদালত দেখবে।