প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক বহন ও সেবনের অপরাধে নুর আলম (২৭) নামে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। বুধবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দন্ডাদেশ দেন। নূর আলম হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মিজি বাড়ির নূর হোসেনের ছেলে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে নূর আলমকে তার নিজ এলাকা থেকে মাদক বহন ও সেবন অবস্থায় আটক করা হয়। কারাদান্ড দেয়ার পর তাকে চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে।