হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও ছাত্রলীগ কর্মীরা জাতীয় পত্রিকাবাহী দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় ওই দুই গাড়িতে থাকা সংবাদপত্রের অধিকাংশ বান্ডিলে আগুন ধরিয়ে দেয় তারা।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তবে প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন ভিন্ন ভিন্ন গাড়িতে আসায় তা পোড়াতে পারে নি ওই নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চাঁদপুরের পত্রিকার এজেন্ট নুরুন্নবী পাটোয়ারী জানান, সকাল ৮টায় হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় বিএনপির কর্মীরা ঢাকা থেকে চাঁদপুরের জন্য সংবাদপত্র বহনকারী একটি মিনিবাস ভাঙচুর করে গাড়িতে থাকা জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, ডেইলি স্টার, ডেইলি সানসহ প্রায় ১৫টি বাংলা ও ইংরেজি পত্রিকার সাড়ে ৩ হাজার কপি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাজীগঞ্জের অন্য এক পত্রিকা এজেন্ট জানান, সকাল ৭টায় হরতাল চলাকালে ছাত্রলীগ কর্মীরা তাদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে একটি পত্রিকা গাড়িতে হামলা চালিয়ে ওই গাড়িতে থাকা নয়া দিগন্ত, আমার দেশ, দিনকাল পত্রিকার দেড় হাজার কপিতে আগুন ধরিয়ে দেয়।
এতে চাঁদপুর ও হাজীগঞ্জে পাঠকদের হাতে কোনো পত্রিকা পৌছেনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছে। তবে এখনো কাউকেই আটক করা সম্ভব হয় নি।