প্রতিনিধি-
জেলার হাজীগঞ্জ উপজেলায় সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া আল-আকবর একাডেমীর সংলগ্নে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের সিরাজ খান বাড়ীর আবুল কালামের বড় ছেলে মো. আকতার হোসেন (৩০)। আহতদের মধ্যে শিউলী বেগম (৪০) এর নাম জানা গেলেও অন্যদের নাম জানা সম্ভব হয়নি। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক সুজন জানান, হাজীগঞ্জগামী সিএনজি ও রামগঞ্জগামী অটো চালিত রিক্সা মুখোমুখী সংর্ঘষ হয়। ঘটনাস্থলে অটো চালিত রিক্সার চালক আকতার মাথা দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইদ হোসেন বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর নিহত আকতারের ছোট ভাই মনির হোসেন ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন