ঘটনার বিবরণে জানা যায়, গত এক মাস আগে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ নামক স্থানে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন কয়েকজনকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে ঐ মামলার বাদি পক্ষ কংগাইশ গ্রামের ইউনুছের ছেলে মঞ্জু (২৮) নামে এক ভূয়া আসামীকে ধরে এনে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে। এদিকে আরো অবনতি দেখে তাকে কুমিল্লা থেকে ঢাকায় প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঐ সময় স্থানীয় জনগণ জানতে পারে মূলতঃ এ মঞ্জু সে মঞ্জু নয়, তার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে। পরে এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও সাংবাদিকরা সড়ক অবরোধ তুলে নেয়ার জন্য আলীগঞ্জ হাসপাতালে দফায় দফায় বৈঠক করেন। এক পর্যায়ে পুলিশ এ ঘটনায় মামলা নেয়ার আশ্বাসে ক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নেয়। সড়ক অবরোধ চলাকালে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির চিত্র ফুটে উঠেছে।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বিষয়টিকে দুঃখজনক মনে করে আগামীতে এ ধরণের ঘটনা থেকে স্থানীয়দেরকে বিরত থাকার আহ্বান জানিয়ে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।