নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা, গণহারে গ্রেফতার ও দেশব্যাপী আওয়ামী মহাজোট সরকার বিএনপির নেতা-কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে বেগম খালেদা জিয়ার আহ্বানে আহুত ৬০ঘন্টা হরতালের শেষ দিনে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা পিকেটিং করে।
সকাল ১০টা জোটের নেতা-কর্মীরা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে দফায়-দফায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান মিয়াজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মীর হোসাইন, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত, সেক্রেটারী আলহাজ্ব মোঃ কবির হোসাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু নাফের শাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির নিয়ন্ত্রক বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম খান প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।