সাখাওয়াত হোসেন মিথুনহাজীগঞ্জ :
তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণবহালের দাবীতে সারাদেশে ১৮ দলিয় ঐক্য জোটের সকাল দুপুর অবরোধ কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের ন্যায় গতকাল হাজীগঞ্জের রাজপথে ১৮ দলিয় ঐক্য জোটের বিক্ষোপ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হাজীগঞ্জ টাওয়ারের সামনে থেকে শুরু করে পশ্চিম বাজার পদক্ষিণ শেষে হাজীগঞ্জ আমিন রোডের মুখ থেকে ঘূরে হাজীগঞ্জ টাওয়ারে এসে শেষ হয়। এর পূর্বে বি,এন,পির এম,এ মতিন সমর্থীত বিদ্রোহ গ্রুপের মিছিল অনুষ্ঠিত হয়। ১৮ দলিয় ঐক্য জোটের বিক্ষোপ মিছিলের পিছনে বিদ্রোহী গ্রুপের কয়েকজন কর্মী মিছিলকে লক্ষ করে কাচের বোতল নিক্ষেপ করে। কাচের বোতলের আঘাতে ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া(৩৮) রক্তাক্ত জখম হয় এবং ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু নাছির আহত হয়। আহতরা স্থানীয় হাজীগঞ্জ ইসলামী মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে এখনো কোন মামলা হয় নি বলে জানা যায়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, শহর বিএনপির সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আঃ রহমান মিয়াজী, উপজেলা যুগ্ম সম্পাদক আঃ রহিম পাটওকয়ারী, উপজেলা যুবদলে আহব্বায়ক আবু নাফের শাহ্,যুগ্ম আহব্বায়ক আক্তার হোসেন দুলাল, শহর যুবদলের আহব্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুট্টু, শহর যুবদলের যুগ্ম সম্পাদক কবির হোসেন মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাঁদপুর নিউজ সংবাদ