হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে ইয়াবাসহ আটকের মাস না পেরুতেই এবার ৩০৫ পিচ ইয়াবাসহ তার ভাই সোহেল (৩২)কে আটক করা হয়েছে । একই সময় সোহেলের সহযোগী মিরণ হোসেন (৪২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গতকাল রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেট ও কাপড়িয়া পট্টির সংযোগ গলির পথে ছাত্তার ভিলার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক সোহেল পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং মিরণ বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের মৃত ছোলেমান ভূঁইয়ার ছেলে। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা (নং-১৬) দায়ের এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, মাদক ব্যবসায়ী সোহেলের বড় ভাই পৌর কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো একাধিক মাদক মামলার আসামী। সম্প্রতি সে ফেন্সিডিল ও ইয়াবাসহ পৃথক পৃথক আটক হয়। একাধিকবার আটকের পর জামিনে বের হয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম বলেন, আটকের সময় সোহেলের কাছ থেকে ২৫০ পিচ ও মিরনের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বাল্যবিবাহ ও মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স। মাদকের চালান ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যে তিনি সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।