চাঁদপুর: হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে এলাকাবাসী ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সিএনজি ছিনতাই হাজীগঞ্জে ৪ সিএনজি ছিনতাইকারী আটক
রোববার রাত ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা এলাকার নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার ফকির বাড়ির ইলিয়াসের ছেলে আল আমিন (২৫), একই এলাকার কলছমা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২২) এবং শ্রীরামপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৫) ও মোস্তফা। রুবেল নামের আরো একজন তাদের সাথে ছিল। কিন্তু তিনি পলিয়ে যান।
সিএনজি চালক শাহাদাত হোসেন বাংলামেইলকে জানান, হাজীগঞ্জ থেকে রামগঞ্জে যাওয়ার কথা বলে ৩ যাত্রী আমাকে ১শ ৭০ টাকায় ভাড়া নেন। পথিমধ্যে আরো ২ যাত্রী গাড়িতে উঠেন। ঘটনাস্থলে আসলে ওরা সবাই মিলে আমার গলা চেপে ধরে মারধর করে। এ সময় আমি চিৎকার দেই। আমার চিৎকারে তারা সড়কের পাশে ফসলি মাঠে নেমে পড়ে। পরে এলাকাবাসী ধাওয়া করে ৩ জনকে পিটুনি দেয়। ২ জন পালিয়ে গেলেও মোস্তফা নামের একজনকে পরে গ্রামবাসী ধরে ফেলে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ গিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেয়া হয়েছে।