নিজস্ব প্রতিনিধি–
গতকাল শুক্রবার হাজীগঞ্জ থানা পুলিশ একত্রে ৬শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে না পরলে এটিই হাজীগঞ্জে ইয়াবা ট্যাবলেট আটকের বড় চালান বলে জানা যায়। এর আগে গত সপ্তাহে ১শ’ পিচ ইয়াবাসহ হাজীগঞ্জ থানা পুলিশ বাজার থেকে ১জনকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন, ওসি (তদন্ত) কুতুব উদ্দিন, এস আই বেলায়েত, এসআই শাহআলম ও এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় পৌরসভাধীন টোরাগড় কাজী বাড়ি ও সরকার বাড়ির মাঝখানে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে থাকা একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ খুলে দেখা যায়, ইয়াবার ৪টি প্যাকেটে মোট ৬শ’ পিচ ইয়াবা ট্যাবলেট রয়েছে। এ সময় কোনো ইয়াবা সরবরাহকারী বা ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।