মিজান লিটন ॥
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ডাকাতিয়া নদী থেকে নিখিল চন্দ্র দাস (৪৫) এর হাত বাঁধা, গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এবং একই জেলার কচুয়া উপজেলায় অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
নিখিল চন্দ্র দাস হাজীগঞ্জ উপজেলার পূর্ব অলিপুর গ্রামের বাংলা বাড়ী ওরফে দাস বাড়ীর ননী গোপাল দাসের বড় ছেলে। পেশায় তিনি একজন মৎস্যচাষী।
সোমবার সকাল ১১টার উপজেলার ৫নং সদর ইউনিয়নের পূর্ব অলিপুরের ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল মান্নান জানায়, নিখিলকে হাত বেঁধে গলা কেটে হত্যা করে নদীতে বাঁশের সাথে ডুবিয়ে বেঁধে রাখা হয়। সকালে মাছ ধরতে গেলে জেলেরা একটি পা ভেসে থাকতে দেখে।
স্ত্রী রাধা রানী দাস জানায়, গত ১৪ মে শনিবার নিখিল হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ গ্রামের জয়গীতা সংঘের উদ্যোগে মহা গীতাযজ্ঞ সভায় এসে নিখোঁজ হয়। রবিবার ১৫ মে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখিল চন্দ্র সাহা ১ ছেলে ১ মেয়ের জনক।
অপরদিকে কচুয়া উপজেলায় অজ্ঞাত আরেক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার উপজেলার গোহাট দক্ষিন ইউনিয়নের কচুয়া-কালিয়াপাড়া সড়কের উচিতগাবা গাজী বাড়ি ব্রীজের নীচে স্থানীয় লোকজন আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ মুখে পলিথিন বাধা, বস্ত্রহীন অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই ওয়াজেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিযে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।