হাজীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রায় ৫০ কোটি টাকার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বুধবার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকালে পৌরসভার অধীন টোরাগড় এলাকায় পিডিবি’র একোয়ার করা ১ একর ৫৮ শতাংশ সম্পত্তির উপর থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। দীর্ঘ ১৬ বছর ধরে এ সম্পত্তি দখল করে রাখেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজী দুলাল। তিনি অর্ধশতাধিক মামলায় কারাবন্দী রয়েছেন।
অভিযানে চারটি দোকান, টিনশেডের ৮ রুমের বসতঘরসহ আরও কয়েকটি বসতি উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ হোসেন দ্য রিপোর্টকে জানান, জেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্তনুযায়ী এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এখানে ১ একর ৫৮ শতাংশের উপর যদি আরও স্থাপনা থেকে থাকে, তাহলে পরবর্তী সময়ে পর্যালোচনা করে অভিযান চালানো হবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- নির্বাহী প্রকৌশলী (সড়ক) জাহেদ হোসাইন, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী (পিডিবি) রুপক মজুমদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা মিনহাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন, লিটুস লরেন্স চিরান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ, ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, জেলা ডিবি পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।