সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা ঃ
দৈনিক যায় যায় দিন পত্রিকায় রাজনৈতিক সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের নির্দেশে তার পালিত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গত বৃহস্পতিবার দৈনিক যায় যায় দিনের হাজীগঞ্জ প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় হাজীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শুক্রবার বাদ আসর হাজীগঞ্জ বাজারের মহাসড়কে হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সকল জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরতর সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান শামীম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক কাজী মোরশেদ আলম, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার যুগ্ম সম্পাদক এস এম চিশতী, দৈনিক সংবাদের হাজীগঞ্জ উপজেলা সংবদদাতাও দৈনিক চাঁদপুর জমিন এর যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আল্ আজাদ, দৈনিক চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ প্রতিনিধি মো. হাবিবুর রহমান, এম এ আজাদ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি এনায়েত মজুমদার, দৈনিক আমাদের কুমিল্লার হাজীগঞ্জ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের হাজীগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন শামীম, দৈনিক চাঁদপুর দর্পনের হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি কাউছার আহম্মেদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সর্দার, সাপ্তাহিক হাজীগঞ্জ এর বিশেষ প্রতিনিধি খন্দকার কবির আহম্মেদ, আনোয়ার হোসেন মানিক, রেজাউল করিম নয়ন, জসিম উদ্দিন প্রমুখ।
এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তির) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন উক্ত হামলার তীব্র নিন্দা জানান।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।