ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের ভেতরের শেষ অংশের শ্বেত পাথরের কাজ গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে।
এদিন বাদ জুমা মোনাজাত শেষে শ্বেত পাথরের বাঁধাইয়ের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়ালস্নী অধ্যৰ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী, পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আঃ রউফ, সাবেক পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ রফিক আহমাদসহ মুসল্লিবৃন্দ।